প্রশিক্ষণ বিভাগ
(সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা, আবৃত্তি, তালযন্ত্র (তবলা) ।
০৪ (চার) বছর ও ০৩ (তিন) বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স।
ভর্তির সময় ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণপূর্বক জমাদান।
জন্মনিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
০২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
মিলনায়তন ভাড়া সংক্রান্ত |
০১ (এক) সপ্তাহ পূর্বে অনুষ্ঠানের ধরন ও প্রয়োজনীয় কারিগরী চাহিদাসহ বিস্তারিত উল্লেখপূর্বক আবেদন করতে হবে। |
S আবেদন ফরম সংগ্রহ ও পূরণপূর্বক জমাদান। S প্রতিষ্ঠান ও অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত তথ্য সংযুক্ত করে জমাদান। |
জেলা শিল্পকলা একাডেমি, জামালপুর এর অফিস। |
সাংস্কৃতিক সংগঠনের ক্ষেত্রে: প্রতি শিফট ১৫০০/- (এক হাজার পাচঁশত ) টাকা + মূসক ও আয়কর + রক্ষণাবেক্ষণ বাবদ ৫০০/-(পাচঁশত) টাকা । জামানত: ২০০০/- (দুই হাজার) টাকা ফেরতযোগ্য। সাংস্কৃতিক সংগঠন ব্যতীত: প্রতি শিফট ৮০০০/- (আট হাজার) টাকা + মূসক ও আয়কর + রক্ষণাবেক্ষণ বাবদ ৫০০/- (পাচঁশত) টাকা । জামানত: ৩০০০/-(তিন হাজার) টাকা ফেরতযোগ্য।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS