Wellcome to National Portal
Main Comtent Skiped

Image
Title
Celebrating the 49th Foundation Anniversary of Bangladesh Shilpakala Academy
Details

শিল্পের উৎকর্ষ সাধন, সকলের জন্য শিল্প সংস্কৃতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালি সংস্কৃতিকে প্রতিষ্ঠার লক্ষ্যে এবং বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতির ধারাবাহিকতাকে আরো গতিশীল করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি জামালপুর শিল্পকলা একাডেমি নানা অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিশিষ্ট নৃত্যশিল্পী আইনজীবী শামীম আরা, বিশিষ্ট সংগীতশিল্পী স্বপন রহমান, সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস, এমআই রাসেল প্রমুখ।

জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি।